Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এ এক অন্যরকম নোয়াখালী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৭:৫৩ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


ছাফওয়ান নাঈম, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামি ২৬, ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য ক্যম্পাসের ভেতরে এবং বাহিরে পরীক্ষার হলের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিবছর সারা দেশ থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা থাকা ও খাওয়ার সমস্যাসহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখিন হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাধ্যমত সহযোগিতার চেষ্টা করলেও অধিকাংশই বিপাকে পড়ে যায়। এবার এই সমস্ত সমস্যার সমাধানে স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসছে পুরো নোয়াখালীবাসী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাধারণ শিক্ষার্থী ও নোয়াখালীর সর্বস্তরের সাধারণ মানুষসহ বিশেষ করে এগিয়ে এসেছেন নোয়াখালি-৪ আসনের কর্ণধার একরামুল করিম চৌধুরী এমপি এবং নোয়াখালীর মেয়র শহীদুল্লাহ খান সোহেল।

নগদ চৌধুরী নামে খ্যাত নোয়াখালী-৪ আসনের এমপি শিক্ষার্থীরা যাতে মাইজদি/সোনাপুর থেকে ক্যম্পাস/পরীক্ষার হলে অথবা ক্যম্পাস থেকে হলে যেতে পারে সেজন্য ২০টি বাসের ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীরা সেগুলোতে বিনা ভাড়ায় চড়তে পারবে।

অন্যদিকে, নোয়াখালীর মেয়রের তত্ত্বাবধায়নে পৌরসভা কর্তৃক আবাসনসহ প্রাথমিক সহযোগিতার জন্য গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছেঃ-

১/ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্দেশনা ও সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন লাগানো।

২/ চারটি স্থানে বুথকেন্দ্র তৈরী করা হবে।

৩/ পরীক্ষার্থীদের জন্য নোয়াখালী পৌরসভার লোগো সম্বলিত কলম প্রদান করা হবে।

৪/ দায়িত্বশীল সেচ্ছাসেবকদের জন্য নোয়াখালী পৌরসভার লোগো সম্বলিত টি-শার্ট প্রদান করা হবে।

৫/ নোয়াখালী পৌরসভার লোগো সম্বলিত খাওয়ার প্যাকেট পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

৬/ শিক্ষার্থীদের জন্য পৌর এলাকায় অবস্থিত সকল মসজিদ, পৌরসভা কার্যালয়ের তৃতীয় তলায় ও পৌর মেয়র কর্তৃক নির্ধারিত বাসায় রাতে আবাসন ব্যবস্থা করা হবে।

৭/ শিক্ষার্থীদের জন্য পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রসমূহে বিশুদ্ধ পানি ব্যবহার করা হবে।

৮/ শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে জাতীয় পতাকা সম্বলিত মোটর বাইকের ব্যবস্থা থাকবে।

৯/ পৌরসভার গাড়ি দিয়ে রাতের বেলায় মোবাইল টিম হিসেবে তদারকি করা হবে।

এ ছাড়াও পরীক্ষাকে কেন্দ্র করে অটো, সিএনজির ড্রাইভারগণ যাতে ভাড়া বেশি নিতে না পারে এবং আবাসিক হোটেলগুলোও ভাড়া বেশি নিতে না পারে সেজন্য কঠোরভাবে নজরদারি রাখা হবে। সব মিলিয়ে আগামী তিন দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকেরা এক অন্যরকম নোয়াখালীকে দেখবে।

উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৫২ জন ভর্তিচ্ছু। এ বছর ৬টি ইউনিটের মোট ১৩৪০টি আসনের বিপরীতে ৭০২৯৮টি আবেদন অনলাইনে জমা পড়েছে। এই শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ২৩৯৩২, ‘বি’ ইউনিটে ২০৯৯৬, ‘সি’ ইউনিটে ৬০৭৬, ‘ডি’ ইউনিটে ১২৭৪১, ‘ই’ ইউনিটে ৩২৩৭ ও ‘এফ’ ইউনিটে ৩৩১৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এ বছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২.০০ টা, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা, ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১১ এবং ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর।

Bootstrap Image Preview