Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে খাশোগিকে নিয়ে মুখ খুললেন যুবরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিষয়ে মুখ খুলেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার এক বক্তব্যে এ হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। আর এ ঘটনায় জড়িতরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এদিকে, যুক্তরাষ্ট্রের সমর্থনেই সৌদি আরব জামাল খাশোগিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

এই ঘটনাকে 'জঘন্যতম' আখ্যা দিয়ে তিনি বলেছেন, খাসোগিকে হত্যার কোনো দরকার ছিলো না।

তিনি বলেন, এ হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। এর কোনো যৌক্তিকতা নেই। এ অপরাধের পেছনে যারা আছে, তাদের বিচার করা হবে... শেষ পর্যন্ত ন্যায়বিচারেরই জয় হবে।

রাজধানী রিয়াদে বুধবার সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনের ভাষণে মোহাম্মদ বিন সালমান এসব কথা বলেন। গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খাশোগি নিহত হওয়ার পর এটিই জনসমক্ষে মোহাম্মদ বিন সালমানের প্রথম ভাষণ।

এ খুনের ঘটনায় দায়ী সব অপরাধীকে সাজা দেয়ার অঙ্গীকার করে তিনি বলেন, এ অপরাধ সব সৌদি নাগরিকের কাছেই যন্ত্রণাদায়ক।

এ ঘটনা কেন্দ্র করে তুরস্কের সঙ্গে কখনও কোনো বিরোধ হবে না বলে মন্তব্য করেন তিনি। খাশোগি খুনের ঘটনায় যুবরাজের কোনো ভূমিকা থাকার অভিযোগ সৌদি আরব এর আগে অস্বীকার করেছে।

সৌদি আরব তাকে হত্যার জন্য দুর্বৃত্ত ঘাতকদের দায়ী করেছে।

তুরস্কের সঙ্গে বেশ ভালোভাবে সহযোগিতার মধ্য দিয়েই কাজ চলছে জানিয়ে যুবরাজ বলেন, বেদনাদায়ক এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে অনেক মানুষই সৌদি আরব আর তুরস্কের মধ্যে বিরোধ বাধানোর চেষ্টা করছে। আমি তাদের বলব যে, এ কাজে আপনারা কখনই সফল হবেন না। কোনো বিরোধ কখনও হবে না।

তিনি বলেন, দুই দেশের সরকার অপরাধীদের সাজা দিতে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে এবং শেষ পর্যন্ত যে ন্যায়বিচারই জয়ী হবে তা আমরা বিশ্ববাসীর সামনে প্রমাণ করে দেব।

Bootstrap Image Preview