Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাখাইনে রোহিঙ্গাদের জন্য ৫০ বাড়ি নির্মাণ করেছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ১০:৪৫ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ১০:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য ১৪৮টি বাড়ি নির্মাণের কথা ছিল ভারতের। ইতিমধ্যে দেশটি ৫০টি বাড়ি নির্মাণ সম্পন্ন করেছে ভারত।

রাখাইন শয়ে যার গ্রামে রোহিঙ্গাদের জন্য বাড়িগুলো নির্মাণ করা হয়।

জানা গেছে, রাখাইনে ভারতের ১৪৮টি বাড়ি নির্মাণের কথা রয়েছে। ইতিমধ্যে সম্পন্ন হওয়া ৫০টি বাড়ি কর্তৃপক্ষের জন্য হস্তান্তরের জন্যও প্রস্তুত আছে। বাকি ৯৮টি বাড়ির ‘সিভিল’ (পুরকৌশল) কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এগুলো মূলত মংডুতে পড়েছে। ভারত এখন সেখানে কমিউনিটি সেন্টারসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ শুরু করছে।

উল্লেখ্য, রাখাইন রাজ্যে গত বছরের ২৪ আগস্ট রাত থেকে মিয়ানমার বাহিনীর অভিযান শুরুর পর অন্তত সোয়া সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে ফিরে যাওয়ার মধ্যেই এ সংকটের সমাধান বলে ভারত মনে করে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ভারত মিয়ানমারকে চাপ দিচ্ছে বলে জানাও গেছে।

Bootstrap Image Preview