Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কৃষ্ণ সাগরে ২৪শ' বছরের পুরনো আস্ত জাহাজের সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:০৩ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কৃষ্ণ সাগরের গভীরে ২৪০০ বছরের পুরনো প্রায় আস্ত একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, এই জাহাজ এখনও পর্যন্ত সবচেয়ে প্রাচীন আস্ত জাহাজ। প্রায় ৭৫ ফুটের এই জাহাজটি গ্রিসের।

এতো বেশি গভীরে থাকায় অক্সিজেন পৌঁছাতে পারেনি, ফলে জাহাজে মরিচাও কম ধরেছে। প্রায় ২ কি.মি. এলাকাজুড়ে বিস্তৃত ছিল এই জাহাজটি।

কৃষ্ণ সাগরের মেরিটাইম আর্কিওলজি প্রজেক্টের সদস্যরা জানিয়েছেন, প্রাচীন পৃথিবীতে জাহাজ নির্মাণ ও জাহাজ পানিতে ভাসানোর পদ্ধতি নিয়ে অনেক নতুন তথ্য উঠে আসবে এই উদ্ধারকাজের পর।

জাহাজের একটি সামান্য অংশ নিয়ে সেটি কার্বন ডেটিং পদ্ধতিতে বয়স জানা গেছে। সাদাম্পটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটিই প্রাচীনতম প্রায় আস্ত জাহাজের অংশ। ‘ব্ল্যাক সি মেরিটাইম আর্কিওলজিক্যাল প্রজেক্ট’ লন্ডনে একটি সম্মেলন করে এই জাহাজ সংক্রান্ত তথ্য প্রকাশ করতে যাচ্ছে। জাহাজ থেকে পাওয়া কিছু জিনিসপত্র মঙ্গলবার ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শনীতে রাখা হয়েছে।

আন্তর্জাতিক মেরিটাইম আর্কিওলজিক্যাল প্রজেক্টের বিজ্ঞানী, গবেষক, প্রত্নতত্ত্ববিদ ও সার্ভেয়াররা তিন বছরের অভিযানে প্রায় ৬০টি জাহাজের অংশ খুঁজে পেয়েছেন। প্রাগৈতিহাসিক যুগে সমুদ্রের জলস্তর সংক্রান্ত গবেষণাও ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। তিন বছরে এই অভিযানে প্রায় ১৪০ কোটি টাকা খরচ হযেছে।

গ্রিক কবি হোমারের মহাকাব্য ওডিসির বর্ণনায় যে ওডেসিয়াসের (যাঁকে ইউলিসিসও বলা হয়) কথা রয়েছে, তিনি যে জাহাজে গিয়েছিলেন, সেই জাহাজের বর্ণণার সঙ্গে নাকি হুবহু মিলে গেছে এই জাহাজের কিছু অংশের ছবি, দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদরা।

Bootstrap Image Preview