Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইবি ছাত্রলীগের সংবাদ সম্মেলন

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির  সদস্যদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম এ সংবাদ সম্মেলন করেন।

জানা যায়, গত ২২ অক্টোবর অনলাইন নিউজ পোর্টালে এ ছাত্রলীগকে জড়িয়ে “মেয়াদউত্তীর্ণ ইবি ছাত্রলীগের সভাপতি -সম্পাদকের অত্যাচার, চাঁদাবাজিতে ক্ষুব্ধ সাধারন শিক্ষার্থী শিক্ষকরা” শিরোনামে খবর প্রকাশিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা ব্যাপক ক্ষুব্ধ হন। একই সাথে নেতাকর্মীরা এর প্রতিবাদ ব্যক্ত করেন। পরে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, যে খবরটি প্রকাশিত হয়েছে তা পুরোপুরি উদ্দেশ্যে প্রনোদিত। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিতর্কিত করতে অন্য কারো মদদে এ নিউজ করা হয়েছে।  এ নিউজের মাধ্যমে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে অপমান করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমরা ওই নিউজপোর্টাল এবং এর প্রতিনিধির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান বলেন, এ নিউজ পুরোপুরি মিথ্যা এ নিউজের কোনো তথ্য উপাত্ত নাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কতিপয় কুচক্রী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করতে পরিকল্পিত ভাবে নিউজটি করিয়েছেন বলে আমরা ধারনা করছি। আমরা আরো খোজ খবর নিয়ে দেখব যে এর নেপথ্যে কারা।  আগামী কয়েকদিনের মধ্যে তাদের মুখোশ উন্মোচন করবো পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন  ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক ইমরান শুভ্রসহ বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।

Bootstrap Image Preview