Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাশোগির পোশাক পড়ে হেটে যাচ্ছে কে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৯:৩৮ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর আর খোঁজ মেলেনি যুবরাজ মোহাম্মদের সমালোচক হিসেবে পরিচিত জামাল খাশোগির। তুরস্ক দাবি করে আসছিল তাকে কনস্যুলেটের ভিতরে হত্যা করা হয়েছে।

এ দিকে এ ঘটনার পর থেকে আন্তর্জাতিক চাপে পড়েছে সৌদি। অনেক দেশই দেশোটিকে নানাভাবে চাপ দিয়ে যাচ্ছে।

এরই মধ্যে আরেকটি নতুন খবর জানিয়েছে আল-জাজিরা। জামাল খাশোগির পোশাক পরে ইস্তাম্বুলের রাস্তায় হেঁটে যাচ্ছেন এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছে তুর্কি নিরাপত্তা বাহিনী।

খাশোগিকে হত্যার পর তার পোশাক পরে ওই ব্যক্তি দূতাবাস থেকে বেরিয়ে ইস্তাম্বুলের রাস্তায় হাঁটছেন এমন দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ইস্তাম্বুলের ফাতিহ বিভাগের ব্লু মসজিদের পাশে ওই ফুটেজ ধরা পড়ে।

খবরে বলা হয়, ভিডিওতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে নিহত সাংবাদিক জামাল খাশোগির পোশাক পরে হেঁটে যাচ্ছেন। তার নকল দাড়ি ও খশোগির চশমার মতো চশমা পরা রয়েছে।

নতুন এই ভিডিওটি খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তদন্তের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে তুর্কি নিরাপত্তা বাহিনী।

তুর্কি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, যে ব্যক্তি খাশোগির পোশাক পরে রাস্তায় হাঁটছেন তার নাম মুস্তফা আল-মাদানি। সৌদি থেকে যে ১৫ সদস্যের স্কোয়াড দল তুস্কের গিয়েছিল তিনি তাদেরই একজন।

Bootstrap Image Preview