Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামাল খাশোগিকে হত্যা করা ছিল মস্তবড় ভুল: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৬:৫৫ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৬:৫৫ PM

bdmorning Image Preview
বামে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, বামে খাশোগি


সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা ছিল মস্তবড় ভুল। খুনের অপারেশনে জড়িত ব্যক্তিরা সরকারি কর্মকর্তা হিসেবে তাদের যে দ্বায়িত্ব, সেটির বরখেলাপ করেছেন।

রোববার (২১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ফক্সটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন তিনি।

আল-জুবায়ের বলেন, ইস্তাম্বুলের কনস্যুলেটে খাশোগিকে খুন করে তারা ভুল করেছে। পরে এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে তারা।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই খুনের ঘটনায় দায়ীদের খোঁজে বের করতে এবং শাস্তি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কর্তৃপক্ষের জ্ঞাতসারে তারা এটি করেননি। অবশ্যই এর মাধ্যমে তারা মারাত্মক ভুর করেছে। পরে তারা সেই ভুলকে আবার ধামাচাপা দেয়ার চেষ্টাও করেছে।

এ দিকে খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিকভাবে চাপে পড়েছে বৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি।

ইউরোপের তিন বৃহৎ শক্তিধর দেশ জার্মানি, ব্রিটেন, ফ্রান্সও এ ইস্যুতে সৌদিকে বেশ চাপে ফেলেছে। রিয়াদকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য চাপ দিচ্ছেন তারা।

জার্মান চ্যাঞ্জেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, খাশোগির ব্যাপারে অনিশ্চয়তা না কাটা পর্যন্ত সৌদিতে অস্ত্র রফতানি করবেন না।

সবশেষ গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন দেশটির যুবরাজ মোহাম্মদের সমালোচক হিসেবে পরিচিত জামাল খাসোগি। এরপর তার আর কোনও খোঁজ মেলেনি। তুরস্ক দাবি করে আসছিল তাকে কনস্যুলেটের ভিতরে হত্যা করা হয়েছে। সৌদি প্রথম অস্বীকার করে আসছিল।

Bootstrap Image Preview