Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের ভূখণ্ডে ঢুকে ৩ সেনাকে হত্যা পাকবাহিনীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৫:২৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৫:২৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


উপত্যকায় নিয়ন্ত্রণরেখায় ফের পাক বর্বরতা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে তিন সেনা জওয়ানকে গুলি করে খুন করল পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) সদস্যরা। আহত আরও এক জন। পাল্টা আক্রমণে মৃত্যু হয়েছে ব্যাট-এর দুই সদস্যেরও। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। রবিবার দুপুরে জম্মুর রাজৌরি সেক্টরের লালিয়ালি আউটপোস্টের এই ঘটনা ঘিরে সীমান্তে ফের চাপা উত্তেজনা ছড়িয়েছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তের ৫০ মিটার ভেতরে ঢুকে ‘বর্ডার অ্যাকশন টিম’ এ হামলা চালায়। হামলাকারীদের কাছে যুদ্ধে নিয়োজিত সেনাদের মতোই গোলাবারুদ বহন করছিল।

যে তিনজন সেনা সদস্য নিহত হয়েছে তারা হলেন, হাবিলদার কওশল কুমার, ল্যান্স নায়েক রজনীত সিং ও রাইফেলম্যান রজত কুমার বাসান। এছাড়াও রাকেশ কুমার নামের এক সেক্টর রাইফেলম্যান আহত হয়েছে।

Bootstrap Image Preview