Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেক্সিকো সীমান্তে আটকে পড়েছে হাজার হাজার শরণার্থীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৪:০৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র অভিমুখী কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী মেক্সিকো সীমান্তে আটকা পড়েছে। গুয়েতেমালা সীমান্তে আটকে পড়া এসব লোক মেক্সিকো সীমান্তের কাঁটাতারের বেড়া ভাঙ্গার চেষ্টা করলে নো ম্যানস ল্যান্ড এলাকায় মেক্সিকোর পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে।

শনিবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

গুয়াতেমালা সীমান্তে আটকে পড়া এসব লোক মেক্সিকো সীমান্তের কাঁটাতারের বেড়া ভাঙার চেষ্টা করলে নো ম্যানস ল্যান্ড এলাকায় মেক্সিকোর পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। ফলে হাজার হাজার শরণার্থী সুচিয়াতি নদীর ওপর ব্রিজে খোলা আকাশের নিচে রাত কাটায়।

ব্রিজটি গুয়াতেমালার টেকুন উমান ও মেক্সিকোর টাপাকুলার মধ্যে সংযোগ স্থাপন করেছে। অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই হন্ডুরাস থেকে আসা। দেশটিতে বিরাজমান সংঘাতময় পরিস্থিতি ও দরিদ্র অবস্থা থেকে বাঁচতে তারা যুক্তরাষ্ট্র অভিমুখে রওনা হয়েছিল।

সুচিয়াতি নদীর ওপর সেতুটিতে থাকা কাঁটাতারের অস্থায়ী বেড়া ভেঙে ফেলার চেষ্টা করেন অভিবাসীরা। এসময় অনেকে পুলিশের ওপর পাথর ছুড়ে মারে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও অভিবাসন প্রত্যাশীদের বেশ কয়েকজন আহত হয়েছে (উপরে)। যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেয়ায় শরণার্থীরা ভিন্ন উপায় বের করেন। সীমান্ত রেখে নদী পথে যুক্তরাষ্ট্রে প্রবেশেরও চেষ্টা করতে দেখা গেছে অনেককে।

ব্রিজের ওপর থেকে সুকিয়াতে নদীতে ঝাঁপিয়ে পড়ে ভেলায় ওঠার চেষ্টা করছে শরণার্থীরা। উপায় না পেয়ে অনেকে আবার গুয়াতেমালাতেই ফিরে গেছে।

এদিকে, অভিবাসন প্রত্যাশীদের এই স্রোত ঠেকানোর চেষ্টা করায় শুক্রবার মেক্সিকোকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, যেসব দেশ অভিবাসীদের ঢল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবে তাদের সঙ্গে সীমান্ত বন্ধ এবং ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজন পড়লে সীমান্তে সেনা পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই হন্ডুরাস থেকে আসা।

 

Bootstrap Image Preview