Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় রোমাঞ্চকর জয় পেয়েছে যুবারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১১:৩৬ AM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১১:৩৬ AM

bdmorning Image Preview


সফরের প্রথম চারদিনের ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।

প্রথম ইনিংসে ৩০৯ রান করে বাংলাদেশ। জবাবে ২৮৮ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় শ্রীলংকা। ফলে প্রথম ইনিংস থেকে ২১ রানের লিড পায় বাংলাদেশ।

লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ১১৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৪২ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকবর আলী। শামীম হোসেনের ব্যাট থেকে আসে ১৯ রান। বাকিদের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।

এতে ম্যাচ জয়ের জন্য ১৩৬ রানের টার্গেট পায় শ্রীলংকা। সেই লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ শাহিন আলম ও রকিবুল হাসানের  বোলিং তোপের মুখে পড়ে ১২৩ রানেই গুটিয়ে যায় লংকানরা।

৯৭ রানে ৯ উইকেট হারানোর পর শ্রীলঙ্কাকে আশা দেখিয়েছিলেন চামিন্দু উইজেসিংহে। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করা উইজেসিংহেকে ফিরিয়েই বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরিফুল ইসলাম। ফলে ১৩ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

শাহিন ৩১ রানে ও রকিবুল ৩৪ রানে নেন ৩টি করে উইকেট। শরিফুল ও শামীমের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

আগামী ২৩ অক্টোবর থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ দল। চারদিনের ম্যাচ শেষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে দু’দল।

Bootstrap Image Preview