Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাশোগি হত্যা তদন্তে সৌদি কনস্যুলেটে তুরস্কের যৌথ তল্লাশি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৪১ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্ক ও সৌদির টিম তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির ঘটনায় যৌথ তল্লাশি চালাবে। সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে সোমবার সন্ধ্যায় তল্লাশি চালাবে তুরস্ক। তুরস্কের একটি কূটনৈতিক সূত্র এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় এই তল্লাশি অভিযান চালানো হতে পারে। সৌদি ও তুরস্ক কর্তৃপক্ষের যৌথ অভিযান হবে এটি।

 

জামাল খাশোগি সৌদির রাজনৈতিক চাপে স্বেচ্ছায় নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদির দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য ভেতরে ঢুকে আর বের হননি। তুরস্ক বিশ্বাস করে তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। তবে সৌদি আরব তা প্রথম থেকেই অস্বীকার করে আসছে।

কর্মকর্তারা বলেন, আশা করা হচ্ছে যে বিকালে সব পরীক্ষা হবে। তুরস্ক গত সপ্তাহে সৌদির প্রস্তাব মেনে এক সঙ্গে খাশোগি নিখোঁজের তদন্তের ব্যাপারে সম্মত হয়েছে। তুরস্ক মনে করছে পশ্চিমা জোটের অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে সৌদি তদন্তে সম্মত হয়েছে। সৌদি রাজ পরিবারের রাজা সালমানের সিনিয়র উপদেষ্টা প্রিন্স খালেদ আল ফয়সাল তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে খাশোগি নিখোঁজের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। বিশ্বস্ত সূত্র এটি নিশ্চিত করেছে।

Bootstrap Image Preview