Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহী বিভাগীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

আকরাম হোসাইন, রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০২:৪৫ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০২:৪৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড রাজশাহী বিভাগীয় অঞ্চলের ৬ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৯ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিলুর রহমান। উদ্বোধন শেষে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামস বিন তারেকের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন রাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাক ড. খলিলুর রহমান, দ্বিতীয় সেশনে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। 

এছাড়া অন্যান্যের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, গণিত বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. সুব্রত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

অলিম্পিয়াড কর্মসূচীর মধ্যে ছিল পরীক্ষা, আলোচনা অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শণী। এই অলিম্পিয়াডে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

Bootstrap Image Preview