Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ভারত একবার হামলা চালালে অামরা ১০বার চালাবো’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৩:২২ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৩:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাক-ভারত সম্পর্ক। এবার ভারতকে সরাসরি হুমকি দিল পাকিস্তান। ভারত যদি একবার সার্জিক্যাল স্ট্রাইক চালায়, জবাবে অন্তত ১০ বার তাদের একই হামলার মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারি করেছে দেশটি।

ইমরান খান ক্ষমতায় আসার পর দু’দেশের সম্পর্কে নতুন সম্ভাবনা দেখা দিলেও দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিলের মধ্য দিয়ে সে আশা দুরাশায় পরিণত হয়েছে। ঐতিহাসিকভাবে প্রতিপক্ষ ও পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ এ দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক বাকযুদ্ধের মধ্যে ভারতকে এ হুমকি দিলো পাকিস্তান। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লন্ডনে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ভারত যদি পাকিস্তানের ভেতরে একটি সার্জিক্যাল হামলার চালানোর সাহস দেখায়, তবে পাকিস্তানের কাছ পাল্টা ১০টা হামলার মুখোমুখি হতে হবে তাদের।

পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বর্তমানে লন্ডন সফরে রয়েছেন আসিফ গফুর। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যারা আকস্মিক দুর্দশা ঘটানোর কথা ভাবছে, তারা পাকিস্তানের সামর্থ্য সম্পর্কে ধারণা রাখে না- এতে কোনো সন্দেহ নেই। সেনাবাহিনী পাকিস্তানের গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় বলে সাক্ষাৎকারে করা এক মন্তব্যে দাবি করেছেন তিনি।

Bootstrap Image Preview