Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০২:১১ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০২:১৯ PM

bdmorning Image Preview


আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। কাতারে তালেবান প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তালেবান গ্রুপের কর্মকর্তারা।

শুক্রবার (১২ অক্টোবর) দোহায় অনুষ্ঠিত ওই বৈঠকে তালেবানদের দুই প্রতিনিধি ও মার্কিন দূত জামাল খালিলজাদ আফগানিস্তানে ১৭ বছরের যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে আলোচনা করেছেন। খবর- আলজাজিরা

ওই বৈঠকের ব্যাপারে তালেবানের এক কর্মকর্তা বলেন, দোহায় আমাদের নেতাদের সঙ্গে মার্কিন ছয় প্রতিনিধির বৈঠক হয়েছে। বৈঠকে সেনা প্রত্যাহারসহ আমাদের সব শর্তে তারা সম্মতি জ্ঞাপণ করেছেন।

তিনি বলেন, তবে এটি একটি প্রাথমিক বৈঠক মাত্র। আমরা আশা করছি নিকট-ভবিষ্যতে আরো সফল আলোচনা হবে।

উল্লেখ্য, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের বিরুদ্ধে নতুন কৌশল হিসেবে আফগানিস্তানে মার্কিন সেনা বৃদ্ধি করেন। বর্তমানে আফগানিস্তানে প্রায় ১৪ হাজার মার্কিন সৈন্য রয়েছে।

তালেবানরা এর আগেও বলেছে, দেশে বিদেশি সেনাদের অবস্থান আফগানিস্তানে শান্তির জন্য সবচেয়ে বড় বাধা।

Bootstrap Image Preview