Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরলেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM

bdmorning Image Preview


আঙুলের চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান।রোববার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় সাকিবকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি।

৫ অক্টোবর উন্নতি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যান সাকিব। সেখানে মেলবোর্নের একটি হাসপাতালে এক সপ্তাগ আঙুলের চিকিৎসা ও পরীক্ষার পর তার রিপোর্ট ভালো হওয়ায় শুক্রবার হাসপাতাল থেকে রিলিজ পেয়েছিলেন সাকিব। এরপর শনিবার মোলবোর্নের স্থানীয় সময়ে বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে চেপেছিলেন সাকিব।

ডাক্তাররা জানিয়েছেন, দেশে ফেরার পর আপাতত ৩ মাস বিশ্রামেই থাকবেন।এসময় অল্পস্বল্প বোলিং করলেও ব্যাট ধরতে মানা। এ সময় যদি হাতে আর কোনো ব্যাথা অনুভব না করেন তাহলে আর অস্তপচারের প্রয়োজন হবে না। তবে যদি ব্যথা অনুভব করেন তাহলে অস্ত্রোপচার বাধ্যতামূলক। অস্ত্রোপচার করালে ছয় মাস মাঠের বাইরেও থাকতে হতে পারে তার।

Bootstrap Image Preview