Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫৯ রানে শেষ ৬ উইকেট হারালো ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১২:৫৫ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১২:৫৫ PM

bdmorning Image Preview


রাজকোট টেস্টে ব্যাট হাতে যেখানে শেষ করেছিলেন, হায়দরাবাদে শুরু করেছিলেন সেখান থেকেই৷ দুই ইনিংসে মিলও একাধিক৷ রাজকোটের মতো নিজামের শহরেও পন্তের ইনিংস থামল ৯২ রানে৷

তাঁর ধুঁয়াধার ব্যাটিংয়ে ভর করে ম্যাচের দ্বিতীয় দিন তিনশোর গণ্ডি পার করেছিল ভারত৷ পন্ত নট আউট ছিলেন ৮৫ রানে৷ তৃতীয় দিনের প্রথম সেশনে ৭ রান যোগ করে প্যাভিলিয়নে না ফিরলে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা করে ফেলতে পারতেন ঋষভ৷

পেন্ডুলামের মতো হায়দরাবাদ টেস্টের ভাগ্য যেদিকে দুলছে, তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে সুযোগ না পেলে সিরিজের দুটি ৯২ রানের ইনিংস অস্ট্রেলিয়া সফরে পন্তের সুযোগ পাওয়ার পথটা মসৃণ করল বলা চলে৷

অন্যদিকে ৩৬৭ রানে থামল ভারতের প্রথম ইনিংস৷ বিরাটদের লিড ৫৬ রানের৷ তৃতীয় দিনে প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজ পেস আক্রমণের সামনে ছটি উইকেট দিয়ে বসে ভারত৷

ছয় উইকেটের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই রাহানেকে তুলে নেন হোল্ডার৷ ৮০ রানে সাজঘরে ফেরেন ভারতের সহঅধিনায়ক৷ ৭৫ রানে ব্যাট করতে নেমে এদিন মাত্র ৫ রান যোগ করতে পারেন রাহানে৷

এক বলের ব্যবধানে ফের জাদেজাকে এলবিডব্লিউ করে ম্যাচের মোর ঘুরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ কাপ্তান৷ ৩০৮/৪ রানের পুঁজি নিয়ে দিন শুরু করে মাত্র  ৫৯ রান জুড়তে পারে ভারতীয় দল৷ শেষদিকে অশ্বিন ৩৫ রানের ক্যামিও ইনিংস সাড়ে তিনশো রানের গণ্ডি পার করে৷ মধ্যাহ্নভোজের পর ভারতীয় বোলাররা কেমন বোলিং করে, সেটাই এখন দেখার৷হ্যাটট্রিকে দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন উমেশ যাদব৷

Bootstrap Image Preview