Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বৃষ্টি আইনে জয় পেয়েছে ইংল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১১:৩৯ AM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১১:৩৯ AM

bdmorning Image Preview


৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ম্যাচের ফলাফল এসেছে। বৃষ্টি আইনে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী ইংল্যান্ড।

এ ম্যাচে ৪৪ রানে লাসিথ মালিঙ্গার পাঁচ উইকেটের বিধ্বংসী বোলিংয়ের পড়েও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে লঙ্কানরা ৩১ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১৪০ রান তুলতেই বৃষ্টি নামে। ডাক-ওয়ার্থ লুইস মেথড পদ্ধতিতে ৩১ রানে এগিয়ে থাকার কারণে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই জ্যাসন রয়কে হারায় ইংল্যান্ড। তবে জো রুটের ৭১ রান ও অধিনায়ক ইয়ন মরগানের ৯২ রান ছাড়া তেমন কেউ দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কান বোলারদের সামনে। এছাড়া জস বাটলার ২৮ ও জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ২৬টি রান।

ইংলিশদের ২৭৮ রান তাড়া করতে নেমে ৭৪ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। বৃষ্টি নামার আগে ধনঞ্জয় ডি সিলভা ৩৬ ও থিসারা পেরারার ৪৪ রানে জয়ের জন্য লড়ছিল। ২৯ ওভারে ১৪০ রান সংগ্রহ করার পর বৃষ্টি নামে। বৃষ্টি নামলে একটি বল আর মাঠে গড়ায়নি।তাতে ৩১ রানে জয় পায় সফরকারী ইংল্যান্ড।

 ইংল্যান্ডের ক্রিস ওকস একাই নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন ডসন ও স্টোন।

Bootstrap Image Preview