Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেদারল্যান্ডসের কাছে পাত্তাই পেলো না বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১০:৩১ AM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১০:৩১ AM

bdmorning Image Preview


উয়েফা নেশনস লিগে বড় জয় পেল নেদারল্যান্ডস। ঘরের মাঠে জার্মানিকে তিন গোলে তারা উড়িয়ে দিয়েছে। এই জয়ে জার্মানির বিপক্ষে ১৬ বছরের জয়ের খরা কাটালো নেদারল্যান্ডস। ২০০২ সালে জার্মানির বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল তারা। ঘরের মাঠে সাত ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়।

অন্যদিকে টুর্নামেন্টে এখনও জয় অধরা চারবারের বিশ্বকাপজয়ীদের। প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে ড্র করে তারা। রাশিয়া বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বাদ পড়া জার্মানি ২০১৮ সালে শেষ ১০ ম্যাচে মাত্র ৩টিতে জয় পেয়েছে।

শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে কিন্তু শুরুটা খারাপ ছিল না জার্মানির। সুযোগ পেয়েছিলেন টিমো ওয়ার্নার। কিন্তু বিপদ তৈরি করতে পারেননি। তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে ৩০ মিনিটে প্রথম গোল হোম টিমের। গোল করেন লিভারপুলের তারকা ডিফেন্ডার ভ্যান ডাইক। ফলে বিরতিতে লিড নিয়েই ম্যাচ ছাড়ে তাঁরা।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। এই অর্ধে সহজ সুযোগ হাতছাড়া সানের। গিন্তারকে ফাউল করায় পেনাল্টিও পেতে পারতো তারা। কিন্তু রেফারি কর্ণপাত করেননি। তবে প্রতি আক্রমণে নিজেদের চাপ রাখার ফল অবশেষে পায় নেদারল্যান্ডস। খেলার শেষদিকে জোড়া গোল। ৮৬ মিনিটে গোল ডিপের। অন্যদিকে সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান উইজনালডাম।

এই জয়ে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ-১ এর দ্বিতীয় স্থানে উঠে আসল নেদারল্যান্ড। সমান ম্যাচে একিট ড্রয়ের সুবাদে জার্মানির পয়েন্ট ১। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

Bootstrap Image Preview