Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিচারকের স্ত্রী ও পুত্রকে প্রকাশ্যে রাস্তায় গুলি নিরাপত্তারক্ষীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১০:৩৬ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১০:৩৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে এক বিচারকের স্ত্রী ও পুত্রকে প্রকাশ্য বাজারে গুলি করল তাঁরই ব্যক্তিগত দেহরক্ষী। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তাঁর ছেলের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ।  গুলি চালানোর দায়ে গ্রেফতার করা হয়েছে বিচারকের ব্যক্তিগত দেহরক্ষীকে।

এনডিটিভির খবরে বলা হয়, শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে সেক্টর ৪৯ এলাকার আর্কেডিয়া মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন অতিরিক্ত দায়রা জজ কৃষাণ কান্ত শর্মার স্ত্রী ও ছেলে। সেখানেই এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছেলের অবস্থা আশঙ্কাজনক। তবে তার স্ত্রী বিপদমুক্ত।

নিরাপত্তারক্ষী প্রথমে বিচারকের ৩৮ বছর বয়সী স্ত্রী ঋতুকে গুলি করেন, তারপর ছেলে ধ্রুবকে গুলি করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হন। পরে তাদের রাস্তায় ফেলে গাড়িতে করে পালিয়ে যায় ওই নিরাপত্তারক্ষী। একজন প্রত্যক্ষদর্শী তার মোবাইল ফোনে এই ঘটনার দৃশ্য ধারণ করেছেন।

পালিয়ে যাওয়ার সময় বিচারককে ফোন করে তার স্ত্রী ও সন্তানকে গুলি করার খবর জানায় ওই নিরাপত্তারক্ষী।

নিরাপত্তারক্ষী মহিপাল সিং গত দুই বছর ধরে বিচারকের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। গুলি করার পর মহিপাল নিকটবর্তী থানায় যায় এবং সেখানে গিয়ে আরও গুলি করে পালিয়ে যায়। পুলিশ স্টেশনের হাউস কর্মকর্তাকে তাকে ধরার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। পরে ফরিদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মহিপাল বিষণ্ণতায় ভুগছিলেন। বিচারপতির পরিবারের সদস্যদের খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি।

Bootstrap Image Preview