Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় আনন্দ মিছিল

ফারুক হাসান কাহার , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:১৩ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:১৩ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৩৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করায় বৃষ্টি উপেক্ষা করে বিশাল আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ করেছে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে স্কুল থেকে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিক্ষক শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি খাওয়ায়।

এক সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত শিক্ষকরা শাহজাদপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষীত শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।

জাতীয়করণের পেছনে শাহজাদপুরের কৃতী সন্তান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল এবং উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলুর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Bootstrap Image Preview