Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পূজার নতুন জামা বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:০১ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:০১ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পূজার নতুন জামা বিতরণ হকরেছে স্বেচ্ছাসেবি সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন।

আজ শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ১২১ নম্বর কক্ষে ৬০ জন শিশুদের মাঝে পূজার নতুন জামা বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে নবজাগরণ  ফাউন্ডেশন। 
 
অনুষ্ঠানে নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মার্জান আতিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিনুল হক, আইন বিভাগের সহকারি অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, সমাজ সেবা অধিদফতরের কর্মকর্তা আশিকুজ্জামান প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, যাদের মাঝে পূজার নতুন জামা বিতরণ করা হচ্ছে তারা অধিকাংশ ঝরে পড়া সুবিধাবঞ্চিত শিশু। তারা দরিদ্র পরিবার থেকে এসছে। তাদের মাঝে নতুন জামা বিতরণ করে শিক্ষার প্রতি উৎসাহিত করা নিঃসন্দেহে ভালো কাজ। আর তারা এই সংগঠনের মাধ্যমে শিক্ষা দিচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে শুধু পড়া-শোনা করা নয়, পড়াশুনার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দাঁড়ানো সমাজ সেবার কাজ মতো কাজ করা যায়। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সরকারের পাশাপাশি সমাজসেবার মতো কাজ করলে সুবিধা বঞ্চিত কথাটা আর থাকবে না। আর দেশে দারিদ্র্যের পরিমাণও হ্রাস পাবে।

Bootstrap Image Preview