Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩০ বছর বয়স বেশি নাঃ হাবিবুল বাশার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৫:০৮ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৫:০৮ PM

bdmorning Image Preview


৩০ বছর বয়সে অনেক ক্রিকেটার যখন অবসরের কথা ভাবেন তখন এই বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা ভাবছেন জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার দলে ডাক পাওয়া ফজলে রাব্বী।কিন্তু এই বয়সে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন রাব্বী? সেই সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে চারিদিকে।দলের চাহিদা অনুযায়ী যোগান দিতে পারবেন? তবে এই সব নিয়ে ভাবছে না টাইগার দলের নির্বাচকরা।৩০ বছর বয়সে কেন রাব্বীকে দলে নেওয়া হলো সেটা সাফ জানিয়ে দিলেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

ফজলে রাব্বী কেন নেওয়া হলো এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, ওর ক্যারিয়ারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সে আমাদের এইচপি স্কোয়াডে ছিল, পাঁচ ছয় বছর আগে। তখন কিন্তু খুবই প্রমিসিং স্টার ছিল। তারপর অফ ফর্মে চলে গিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে রানে ছিল। কিন্তু শেষ তিন বছর ধরে সে অনেক বদলে গেছে। ওর খেলায় অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক পরিনত। এ দলের সফর গুলোতে দেখেছি, খুব ভাল ব্যাটিং করছে। বয়সটা একটু বেশি হয়ে গেছে, আমরা এমন খুব কম দেখি। কিন্তু ওর ফিটনেস খুব ভাল। সে একজন ফিট ক্রিকেটার, আর আমাদের একজন ব্যাটসম্যান দরকার ছিল, ঠিক সাকিব আল হাসানের মত না হলেও সে বোলিং করতে পারে। আমরা দেখেছি, ওর বোলিংটাও বেশ কার্যকরী। সেই বিবেচনায় এসেছে। আর আমার মনে হয় এখনকার প্রেক্ষাপটে ৩০ বছর খুব একটা বেশি না। শুরু করার জন্য হয়তো বেশি। কিন্তু এখন ওর সামনে অনেক বছর পড়ে আছে। হি ইজ অ্যা ফিট গাই। আশা করি সে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে।

রাব্বীর বিশেষত্ব সম্পর্কে বলতে গিয়ে সাবেক এই অধিনায়ক আরও জানান,আমি তাঁকে অনেক আগে থেকেই দেখেছি। ওর ব্যাটিংটা এখন অনেক বদলে গেছে। আগে খুব ফ্যাল্মবয়েন্ট ব্যাটিং করত, আগ্রাসী ব্যাটিং করত। কিন্তু এখন আমি দেখছি (আয়ারল্যান্ড সিরিজ), সে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করে থাকে। প্রান্ত বদল করে খেলে। একই সাথে যখন দরকার তখন বড় শট খেলার সামর্থ্য রাখে। সে এখন একজন পরিনত ব্যাটসম্যান। যেটা তাকে দলে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। প্লাস সে একজন ভাল ফিল্ডার, সাথে স্পিন বল করতে পারে। সব মিলিয়ে আমাদের জন্য প্যাকেজ বলা চলে। একটু আলাদা লেগেছে, কারণ ওর খেলা আগে দেখেছি আর এখন সে অনেক বেশি পরিনত।

রাব্বীর রোল কি হবে সেটাও জানিয়ে দিলেন তিনি, ও শুরু করেছিল একজন ওপেনার হিসেবে। সেখান থেকে ৩ নম্বরে ব্যাট করেছে। এখন সে মিডেল অর্ডারে, পাচ-ছয়ে ব্যাট করছে। এ দলের হয়ে সফর গুলোতে পাঁচ ছয়ে ব্যাট করেছে সে, কিন্তু তিন নম্বরে সে ব্যাট করতে পারে। ওর জন্য তিন থেকে পাঁচ ছয়ের মধ্যে ব্যাট করা আদর্শ হবে, মূলত মিডেল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলবে।

Bootstrap Image Preview