Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল দেশে ফিরছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:০৩ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:০৩ PM

bdmorning Image Preview


গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার ছাড়পত্র পেয়েছিল সাকিব আল হাসান। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক বন্ধুর বাসায় বাকিটা দিন কাটিয়ে দেন। তবে বন্ধুর বাসায় আর মন টিকছে না তার। তাই আজই বাংলাদেশের উদ্দেশ্যে রওণা দেবেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল দুপুর ১২টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

৫ অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি স্থানীয় হাসপাতালে হাতের আঙুলের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন সাকিব আল হাসাস। এক সপ্তাহ সেখানে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে আসছেন তিনি। মেলাবোর্নে ডাক্তরদের দেওয়া রিপোর্ট অনুযায়ী ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। একই সাথে ক্ষত স্থানটিও শুকিয়ে আঙুলে চামড়া উঠতে শুরু করেছে। যা নিয়ে বেশ স্বস্থিতে আছেন সাকিব আল হাসান।

দেশে ফেরার পর আপাতত ৩ মাস বিশ্রামেই থাকবেন। অল্পস্বল্প বোলিং করলেও ব্যাট ধরতে মানা। এ সময় যদি হাতে আর কোনো ব্যাথা অনুভব না করেন তাহলে আর অস্তপচারের প্রয়োজন হবে না। তবে যদি ব্যথা অনুভব করেন তাহলে অস্ত্রোপচার বাধ্যতামূলক। অস্ত্রোপচার করালে ছয় মাস মাঠের বাইরেও থাকতে হতে পারে তার।

এদিকে শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট দিয়ে সাকিব নিজেও দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন, ‘পুরো বাংলাদেশ ও বিশ্বজুড়ে এতো অগণিত ও দারুণ সব ভক্তদের পেয়ে আমি সত্যিই অভিভূত। আবেগ আপ্লুত ও সম্মান বোধ করছি। আপনাদের এতো এতো ভালোবাসা ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই মাঠে ফিরব এবং সম্মানের সঙ্গে প্রানপ্রিয় দেশের প্রতিনিধিত্ব করব। সবার জন্য ভালোবাসা রইল।’

Bootstrap Image Preview