Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে ফ্লোরিডায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১২:৪৭ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১২:৪৭ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। রাজ্যের প্যানহ্যান্ডেল শহর যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত বুধবার রাতে মাইকেল আঘাত হানে। হারিকেন মাইকেল ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে রাজ্যের উত্তর-পশ্চিমে প্যানহ্যান্ডেল অঞ্চলে আছড়ে পড়ে। হারিকেনটির তাণ্ডবের পর সৈকতবর্তী শহরগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানান, মাইকেলের তাণ্ডবে ১৬ জনের মৃত্যু হয়েছে। গোটা এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যাচ্ছে। জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডা, অ্যালাবামা ও জর্জিয়ায় লাখ লাখ লোক বিদ্যুতবিহীন অবস্থায় আছেন। তারা কবে নাগাদ বিদ্যুতের স্বাভাবিক সংযোগ পাবেন সে ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত নয়।

ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) আবহাওয়াবিদ ডেনিস ফেল্টজেন জানিয়েছেন, আগের রেকর্ড অনুযায়ী এর আগে ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে চার মাত্রার কোনো ঝড় আঘাত হানেনি। ফ্লোরিডার তিন লাখ ৭০ হাজারেরও বেশি লোককে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেকে এ সর্তকতা আমলে নেয়নি।

যুক্তরাষ্ট্রে আঘাত হানা তৃতীয় সর্বোচ্চ শক্তিশালী ঝড় মাইকেল। হারিকেনের তীব্রতা মাপা স্কেলে এর চাপ পৌঁছায় ৯১৯ মিলিবার-এ। এর আগে ১৯৬৯ সালে মিসিসিপি উপকূলে আঘাত হানা হারিকেন ক্যামিলি এবং ১৯৩৫ সালে ফ্লোরিডায় আঘাত হানা লেবার ডে হারিকেন এর চেয়ে তীব্র ছিল। মাইকেলের প্রভাবে কয়েকটি এলাকায় আট ইঞ্চি এবং ফ্লোরিডায় এক ফুট বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়। ঝড়ের পর ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।-বিবিসি।

Bootstrap Image Preview