Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চেজের সেঞ্চুরির পর পৃথ্বির ঝড়ো সূচনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১২:২৮ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১২:৪০ PM

bdmorning Image Preview


৭ উইকেটে ২৯৫ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ দ্বিতীয় দিনের সকালে তার পর থেকে খেলা শুরু করে মাত্র ১৬ রান যোগ করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা৷ উমেশ যাদবের আগুনে স্পেলে লোয়ার অর্ডার ঝলসে যাওয়ায় প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷

শনিবার টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ক্যারিবিয়ানদের হয়ে ক্রিজে নামেন রস্টন চেস ও দেবেন্দ্র বিশু। প্রথম দিনের শেষে চেজ আজ শতরানের দোড়গোড়ায় অপেক্ষা করছিলেন। তবে শুরুতেই দেবেন্দ্র বিশুকে ফিরিয়ে দেন উমেশ যাদব।

বিশুর বিদায় অবশ্য চেজের সেঞ্চুরি আটকাত পারেনি। শুক্রবার অধিনায়ক জেসন হোল্ডার (৫২)-কে সঙ্গে নিয়ে চেজ সপ্তম উইকেটে ১০৪ রান যোগ করে দলকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনেন। এদিন পৌঁছে গেলেন শতরানে। তবে সেঞ্চুরিটিকে বেশি বড় করতে পারেননি তিনি। ১০৬ রান করে যাদবের শিকার হন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ (৩৬), কিরণ পাওয়েল (২২), শ্যেন ডোরিচ (৩০)-রা ভালো শুরু করেও আউট হয়ে ফিরে যান। চেস ও হোল্ডারের সপ্তম উইকেটের পার্টনারশিপ না হলে সমস্যায় পড়ত ক্যারিবিয়ানরা।

ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার উমেশ যাদব। তিনি ৮৮ রানে ৬ উইকেট নিয়েছেন। এছাড়া কুলদ্বীপ যাদব ৩ টি ও ১টি উইকেট নেন অশ্বিন।

এছাড়া কুলদীপ যাদব ৩টি ও রবিচন্দ্রণ অশ্বিন ১টি উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সবমিলিয়ে ৩১১ রানে অলআউট হয়ে গিয়েছে। রস্টন চেস ১০৬ রান করেন। তাঁকে এদিন ক্লিন বোল্ড করেছেন উমেশ যাদব। দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক জেসন হোল্ডারের।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়দের হয়ে ওপেনিংয়ে মারমুখী ব্যাটিংয়ে শুরু করেছেন পৃথ্বি শ। তাকে সঙ্গ দেন কে এল রাহুল।  ব্যক্তিগত ৪৫ রানের মাথায় ওয়ারিকানকে স্কোয়ার কাটে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টায় বল হাওয়ায় ভাসিয়ে বসেছিলেন পৃথ্বী৷ তবে স্লিপে দাঁড়ানো শাই হোপ পৃথ্বীর ব্যাটের কানা ছোঁয়া বল তালুবন্দি করতে ব্যর্থ হন৷

দলীয় ৬১ রানের মাথায় রাহুলকে ৪ রানে ফিরিয়ে দেয় ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার।এরপর লাঞ্চের আগ পর্যন্ত বাকিটা পথ নিরাপাদেই পার করে পূজার ও ‍পৃথ্বি। এসময় ৩৯ বল থেকে হাফ ষেঞ্চুরি তুলে নেন  পৃথ্বী ৷ মারেন ৮টি চার ও ১টি ছক্কা৷

ভারতীয়দের দলীয় সংগ্রহ ৮০ রানের বিনিময়ে ১ উইকেট। লাঞ্চ বিরতীর পর দ্বিতীয় সেশনে ‍পৃথ্বি ৫২ ও পূজার ৯ রান নিয়ে ব্যাটিংযে নামবেন। ক্যাবিয়ানদের প্রথম ইনিংস তার ২৩১ রান পিছিয়ে আছে।

Bootstrap Image Preview