Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে মুক্তির পর দেশে ফিরছেন মার্কিন যাজক অ্যান্ড্রিউ ব্রুনসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১০:৫৬ AM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১০:৫৬ AM

bdmorning Image Preview


দুই বছর কারাভোগের পর মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রিউ ব্রুনসনকে মুক্তি দিয়েছে তুরস্কের একটি আদালত। মুক্তি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেছেন তিনি। 

ধর্মযাজক অ্যান্ড্রিউ ব্রুনসনের আটকের পর এই আটককের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং আঙ্কারার মধ্যে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক বিরোধ চলছিল।

যাজকের মুক্তির ব্যাপারে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার মেরিল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবেন ব্রুনসন।
২০১৬ সালের ৭ অক্টোবর ব্রুনসন এবং তার স্ত্রী নোরিনকে স্থানীয় থানা থেকে ডেকে পাঠানো হয়। তারা স্বেচ্ছায় সেখানে যান। কিন্তু মুক্তি দেয়ার বদলে তাদের দু’জনকেই পুলিশ হেফাজতে রাখা হয়।

২০১৬ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর যে ৫০ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ব্রুনসন এবং স্ত্রীও ছিলেন।

আটকের কয়েকদিন পরে নোরিন ব্রুনসনকে মুক্তি দেয়া হয়। তবে ডিসেম্বর মাসে ধর্মযাজক ব্রুনসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে তুরস্ক। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সদস্য এবং তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার  সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার তুরস্কের একটি আদালত ব্রুনসনকে দোষী সাব্যস্ত করে ৩ বছর ১ মাসের কারাদণ্ড দেয়। তবে এরই মধ্যে ব্রুনসন দু’বছর সাজা খেটেছেন বলে আদালত তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানায়। তার ওপর গৃহবন্দীর আদেশ প্রত্যাহার এবং একই সঙ্গে তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়।

আদালতের আদেশ পাওয়ার পরপরই ব্রুনসন তার বাড়ির উদ্দেশে রওনা করেন। তিনি তার স্ত্রী নোরিনিকে নিয়ে ইজমির প্রদেশের বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেন।

মুক্তি পাওয়ার বিষয়ে ব্রুনসন বলেন, এই দিনটির জন্যই আমাদের পরিবার প্রার্থনা করছিল। নিজের জন্মভূমিতে ফিরে যেতে পারছি বলে আমি বেশ আনন্দিত।

Bootstrap Image Preview