Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চেজের ব্যাটে লড়ছে ওয়েষ্ট ইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১০:০৩ AM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১০:০৩ AM

bdmorning Image Preview


দু’ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশের লক্ষ্যেই দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের সামনে মান বাঁচানোর লড়াই। কিন্তু সেই লক্ষ্যে শুরুটা ভাল হয়নি ক্যারিবিয়ানদের। ৬০ ওভারেই ১৮২ রানে ৬ উইকেট হারিয়ে বসল তারা। যা নিয়ে বড় রানের লক্ষ্যে যাওয়াটা সম্ভব নয়। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ২৯৫/৭। ৯৮ রান করে অপরাজিত রয়েছেন রোস্টন চেজ।

শুক্রবার দ্বিতীয় টেস্টে হায়দরাবাদে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেন করতে নেমে ১৪ রানে ব্রেথওয়েট ও ২২ রানে পাওয়েল ফিরে যান প্যাভেলিয়নে। এর পর হোপ ৩৬, হেটমেয়ার ১২, অ্যাম্বিরস ১৮ রান করে আউট হলে  ছ’নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের হাল ধরেন চেস। ৩০ রানের ইনিংস খেলে কিছুটা সঙ্গ দেন ডরউইচ।

এর পর চেজের সঙ্গে ব্যাট হাতে লড়াই চালাচ্ছিলেন অধিনায়ক হোল্ডার। হোল্ডার। ৫২ রান করে তিনি যখন প্যাভেলিয়নে ফিরলেন তখন ২৮৬ রান করে ফেলেছে দল।  কিন্তু ব্যাট এখনও এখনও হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন চেস। সঙ্গে ২ রান করে রয়েছেন বিশো।

ভারতের হয়ে বল হাতে সফল দুই যাদব। দু’জনে মিলে এখনও পর্যন্ত নিয়েছেন ৬টি উইকেট। তিন উইকেট নিয়েছেন উমেশ যাদব। তিনটি উইকেট কুলদীপ যাদবেরও। একটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

Bootstrap Image Preview