Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৬ দল নিয়ে শুরু হলো ‘সায়েম- স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৭:২২ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৭:২২ PM

bdmorning Image Preview
ছবিঃ দীপন চন্দ্র


প্রকৃতি যেন খুব অসহায় কিন্তু তাঁর থেকেও অসহায় যেন ক্রিকেট খেলা। ঘূর্নিঝড়  ‘তিতলিআসছে গত দিন চার দিন আগেই তার জানান দিয়েছে।সেই কারনে সারা দেশে ভারী বর্ষন হচ্ছে।গতকাল রাত থেকে এই বৃষ্টির মাত্রা আরও বেড়েছে।তাতে সারা দেশে মাঠ ঘাটে এখন কাঁদা পানিতে ভরা।কিন্তু কি আর করার এই বৃষ্টির মাঝে শুরু হয়ে গেলসায়েম- স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

১৬ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের আজ (শুক্রবার) শুভ উদ্ভোধন করেন ঢাকা ১৩ আসনের এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।এছাড়াও উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার ওসি মির-জামাল উদ্দিন মোহাম্মদপুর থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রাসেল।

সায়েম- স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টপ্রথমবারের মতো শুরু হলো। এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার প্রধান উদ্দেশ্য হলো মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষা করা। দেশের বেশির ভাগ তরুণ এখন মাদকের নেশায় দিশেহারা।দিনের পর দিন এই মরণ নেশায় জড়িয়ে পড়ছে তরুণেরা।

নেশা গ্রস্থ এই তরুণ সমাজকে বাঁচাতে খেলা ধুলার কোন বিকল্প নেই। সেই লক্ষে মোহাম্মদপুর থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রাসেল ওমর ফারুখ সজীবের প্রচেষ্টায় জাহাঙ্গীর কবির নানকের এক মাত্র ছেলে সায়েমের স্মৃতিতে শুরু হয়েছেসায়েম- স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট১৬ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে মাস ধরে।

Bootstrap Image Preview