Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দলে জায়গা পেতে ঘুষ দেন ভারতীয় এই ক্রিকেটার !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৫:৩৭ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৫:৩৭ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড (বিসিসিআই)এই দলে জায়গা পেয়েছেন মণীশ পাণ্ডেকোন ফর্ম ছাড়াই মণীশ পাণ্ডের দলে জায়গা পাওয়া মেনে নিতে পারছেন অনেকেই। ইতোমধ্যে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা ধরনের সমালোচনা।

মণীশ পাণ্ডেকে নিয়ে মোটেও সন্তুষ্ট নন ক্রিকেট-সমর্থকরা তাঁদের প্রশ্ন, মণীশ পাণ্ডে কীভাবে দলে জায়গা পেলেন? সেরকম পারফরম্যান্স তো করেননি তিনি ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর জানিয়েছিলেন, পারফরম্যান্সই শেষ কথা হওয়া উচিত দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে

সদ্য সমাপ্ত এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র আট রান করেছিলেন মণীশ পাণ্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরান করেছিলেন তিনি ব্যাটে ঝড় না তুলেও তাহলে দলে জায়গা পাওয়া যায়? এমনটাই প্রশ্ন ক্রিকেটপাগলদের সোশ্যাল সাইটে মণীষ পাণ্ডেকে নিয়ে শুরু হয়ে গিয়েছে টীকা টিপ্পনী

কেউ লিখেছেন, আমার মনে হয় এমএসকে প্রসাদের ভাইপো হন মণীশ পাণ্ডে আবার এক জন বলেছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে টাকা দিয়ে দলে জায়গা পেয়েছেন মণীশ এক ক্রিকেট ভক্ত আবার বলেছেন, দীনেশ কার্তিক দলে জায়গা পেলেন না অথচ মণীশ পাণ্ডে দলে জায়গা পেয়ে গেল কী দারুণ জোক!

ভারতীয় দল: বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধওয়ন, অম্বাতি রায়ডু, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, খলিল আহমেদ, শার্দূল ঠাকুর, লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহাল

Bootstrap Image Preview