Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাসপাতাল ছাড়লেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০২:২৮ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০২:২৮ PM

bdmorning Image Preview


আঙুলের সংক্রমণের চিকিৎসা করাতে ৫ অক্টোবর অস্ট্রেলিয়া গিয়ে ভর্তি হন মেলবোর্নের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাকিব আল হাসান। এর পর পার হয়ে গেছে এক সপ্তাহ। অবশেষে আজ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন টাইগার অধিনায়ক। তবে কবে দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি।

আঙুলে সংক্রমণের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়ার ডাক্তার গ্রেগ এর শরণাপন্ন হন সাকিব। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সব ভালো পাওয়া গেলেও মেলবোর্নের চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ হাতের কড়ে আঙুলের অস্ত্রোপচার আগামী অন্তত ছয় মাসের মধ্যে করা যাবে না। তবে সংক্রমণ সেরে গেলে শুরু করতে পারবেন খেলা। তাতে নতুন করে ব্যথা অনুভব করলে অবশ্য খেলা বন্ধ করে অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে সাকিবকে।

উল্লেথ্য চলতি বছরের জানুয়ারিতে বাঁ হাতের কনিষ্ঠ আঙুল ইনজুরি আক্রান্ত হয়েছিলেন। এরপর ইনজেকশন নিয়ে নিদাহাস ট্রফির ফাইনাল ও ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেন সাকিব। এরপর হাতে কিছুটা ব্যাথা আর ঝুকি নিয়ে খেলেন এশিয়া কাপ। কিন্তু সেমিফাইনালে রূপ নেওয়া পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলেই তরিঘরি করে দেশে ফিরে আঙুন থেকে পুজ বের করেন। এ সময় জানা যায় আঙুলে সংক্রমণ দেখা দিয়েছে।

Bootstrap Image Preview