Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব সামলাবেন মাহমুদুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ১১:২২ AM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ১১:২২ AM

bdmorning Image Preview


সাকিব আল হাসান না থাকায় জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ টেস্ট এবং টি-টুয়েন্টি দলের নেতৃত্ব সহ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধেই ওঠার কথা ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। সাকিবের অনুপস্থিতে বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি দলের নেতৃত্ব পেলেন মাহমুদুল্লাহ। 

বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিবের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এশিয়া কাপ থেকে ফিরে দেশে প্রাথমিক চিকিৎসা শেষে এখন অস্ট্রেলিয়াতে আছেন টেস্টও টি-টুয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব।সেখানে চিকিৎসা নিচ্ছেন আঙুল খেলার অবস্থায় ফিরিয়ে নিতে। মাঠে ফিরতে ২-৩ মাস সময় লাগবে তার। তবে সময়টা আরো বেশি লাগতে পারে যদি যদি আঙুলে অস্ত্রপচার করাতে হয়। সেক্ষেত্রে সব মিলিয়ে ৬ মাস বাইরে থাকা লাগতে পারে সাকিবকে।

১৬ অক্টোবরে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে দল। এরপর ২১ অক্টোবর হবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে। এরপর জিম্বাবুয়ের সঙ্গে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলবে মাহমুদু্ল্লাহরা। জিম্বাবুয়ে সিরিজের পরপরই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

Bootstrap Image Preview