Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে বিদেশি খেলোয়াড় কোন দলে কে খেলছেন ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ষষ্ঠ আসর সামনে রেখে দল গুলো তাদের খেলোয়াড় সাজাতে শুরু করেছে। ইতোমধ্যে বেশ কিছু তারকা বিদেশী খেলোয়াড় দলে ভিড়িয়েছে প্রতিটি দল।চলতি মাসের ২৮ অক্টোবর প্লেয়ার ড্রফট হবেখেলা শুরু হবে আগামী বছরের জানুয়ারী মাসের তারিখ।

বিপিএলের এবারের আসরের নিয়ম অনুযায়ী ড্রাফটসের বাইরে থেকে দুইজন করে বিদেশী প্লেয়ার কিনতে পারবে দলগুলি
সেভাবেই দল সাজাচ্ছে দলগুলি ঢাকা,রংপুর, কুমিল্লা, খুলনা,রাজশাহী নিয়ম অনুযায়ী দুজন বিদেশী প্লেয়ার কিনে ফেলেছে

রিটেইনসহ এখন পর্যন্ত দলগুলির বিদেশী প্লেয়ার:

ঢাকা ডায়নামাইটস্:
জেসন রয় (ইংল্যান্ড),
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ),
সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ),
কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ),
রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

রংপুর রাইডার্স:
এলেক্স হেলস (ইংল্যান্ড),
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) (অপেক্ষমান),
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স :
লিয়াম ডসন (ইংল্যান্ড),
আসেলা গুনারাত্নে (শ্রীলংকা),
শোয়েব মালিক (পাকিস্তান)

খুলনা টাইটান্স:
ডেভিড মালান (ইংল্যান্ড),
ডুইক রিগোরি (ইংল্যান্ড),
কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)

সিলেট সিক্সার্স:
সন্দীপ লামিচানে(নেপাল),
সোহেল তানভীর (পাকিস্তান)

চিটাগাং ভাইকিংস :
রবি ফ্রাইনিক (দক্ষিণ আফ্রিকা),
লুক রংকি (নিউজিল্যান্ড)
সিকান্দার রাজা(জিম্বাবুয়ে)

রাজশাহী কিংস :
ক্রিস্টিয়ান ইয়োকনার (দক্ষিণ আফ্রিকা),
কায়েস আহমেদ (আফগানিস্তান)

 

Bootstrap Image Preview