Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ‘এক্সিড ২০১৮’ অনুষ্ঠিত 

আরাফ আহমদ, শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৪:২১ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৪:২১ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের উদ্যোগে সিইই ফেস্টিভ্যাল 'এক্সিড ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় মিলনায়তনে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদি আহমেদ আনসারী এবং শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এছাড়া সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল হক বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বের অনেক দেশ টেকসই উন্নয়নের জন্য ১৭ থেকে ৬৯টি লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এর মধ্যে অধিকাংশই গোল সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত। আমাদের দেশের মাটির যে ধরন, সেখানে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাস্টেইনেভল ডেভেলপমেন্ট একটি বড় চ্যালেঞ্জ। এই ধরনের উৎসব হলে জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদানের মাধ্যমে সাস্টেইনেভল ডেভেলপমেন্ট সম্ভব। সাস্ট এর সাথে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বলে তিনি উল্লেখ করেন।

জানা যায়, উৎসবে  ট্রাস চ্যালেঞ্জ, মেকানিক্স অলিম্পিয়াড, অটোক্যাড ড্রয়িং, পোস্টার প্রেজেন্টেশন, সাধারণ জ্ঞান কুইজ, ব্র্যান্ডিং কম্পিটিশন ও এক্সিড ম্যানিফেস্টেশনসহ মোট সাতটি ইভেন্টে দিনব্যাপী প্রতিযোগীতা সম্পন্ন হয়। জ্ঞান ও কর্মক্ষেত্রের নতুন ধার উন্মোচনের মাধ্যমে নিজেকে ছাড়িয়ে এক নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে আগত সকল অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই উৎসবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৫ টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। 

Bootstrap Image Preview