Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জুয়া খেলার অভিযোগে ওমানে ১৬ প্রবাসী শ্রমিক গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১০:১৬ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১০:১৬ AM

bdmorning Image Preview


ওমানে জুয়া খেলার অভিযোগে ১৬ প্রবাসী শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে গ্রেফতারকৃত প্রবাসীরা এশিয়ার নাগরিক বলে জানানো হলেও তারা কোন দেশের সে বিষয় কোনো তথ্য দেয়া হয়নি।

বুধবার ওমানের রয়্যাল পুলিশের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে।

 

ওমানের রয়্যাল পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ধোপারের হালানিয়াত দ্বীপের শালিম এলাকা থেকে অভিযুক্ত প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। সেখানে একটি ভাড়া বাড়িতে জুয়ার আসর বসানো হতো বলে গোপন তথ্য পাওয়ার অভিযান চালানো হয়।

রয়্যাল পুলিশের কর্মকর্তা আরো জানিয়েছে, ধোফারের হালানিয়াতের শুমিয়াহ পুলিশ স্টেশনের তদন্ত অনুসন্ধান বিভাগের মহাপরিচালকের কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে ওই ১৬ এশীয় প্রবাসীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ রয়েছে।

এছাড়াও গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ অর্থ জব্দ করা হয়েছে। পরে তাদেরকে বিচার বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা।

 

Bootstrap Image Preview