Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুবাইয়ে পরাজয়ের শঙ্কায় অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৯:২৪ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৯:২৪ AM

bdmorning Image Preview


প্রথম ইনিংসে তাসের ঘরের মাতো ধসে পড়ার আতঙ্ক দ্বিতীয় ইনিংসেও তাড়া করে বেড়াল অস্ট্রেলিয়াকে৷ খোয়াজার সঙ্গে জুটি বেঁধে অভিষেককারী ট্রেভিস হেড বিপর্যয় রোধে সচেষ্ট না হলে চতুর্থ দিনেই হারের ভ্রুকুটি চেপে বসত অজিদের ঘাড়ে৷ 

যদিও পরাজয়ের আতঙ্ক এখনও ঘাড়ে চেপে রয়েছে অস্ট্রেলিয়ার৷ শেষ দিনে চোয়াল চাপা লড়াই চালাতে না পারলে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে হার নিশ্চিত টিম পেইনদের৷

পাকিস্তানের ৪৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ওপেনিং জুটিতে তোলে ১৪২ রান৷ সেখান থেকে তারা অলআউট হয়ে যায় ২০২ রানে৷ প্রথম ইনিংসের নিরিখে ২৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা পাকিস্তান তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ৪৫ রান তুলে৷

তার পর থেকে খেলা শুরু করে পাক দল ৬ উইকেটে ১৮১ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে৷ অর্থাৎ জয়ের জন্য শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাড়ায় ৪৬২ রানের৷ ওপেনার ইমাম-উল-হক ৪৮, আসাদ শফিক ৪১ ও হ্যারিস সোহেল ৩৯ রান করেন৷ ২৮ রানে অপরাজিত থাকেন বাবর আজম৷ হল্যান্ড তিনটি ও লায়ন ২টি উইকেট নেন৷

দুবাইয়ের ভাঙা পিচে পাক স্পিনারদের সামলে চাতুর্থ ইনিংসে সাড়ে চারশোর বেশি রান তোলা অত্যন্ত কঠিন সন্দেহ নেই৷ তবে দুই অজি ওপেনার দলকে আরও একবার শক্ত ভিতে বসিয়ে দেন৷ যদিও সেই ভিতে জয়ের ইমারত গড়ার বদলে অজি টপ অর্ডার ব্যাটসম্যানরা হঠকারীর মতো উইকেট দিয়ে আসেন৷ শেষ বেলায় খোয়াজা-হেড জুটি প্রতিরোধ গড়ে কিছুটা হলেও অজি সমর্থকদের আশা জিইয়ে রাখে৷

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬২ রানের লড়াকু ইনিংস খেলা অ্যারন ফিঞ্চ দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরে আসেন৷ ফিঞ্চ ৪৯ রানে আউট হওয়ার পরেই ধস নামে অজি টপঅর্ডারে৷ স্কোর বোর্ডে নতুন করে রান জোড়ার আগেই মার্শ ভাইরা৷ ফিঞ্চ সাজঘরে ফেররা এক বল পরেই শন মার্শ৷ একই ওভারে দু’জনকে ফেরান মহম্মদ আব্বাস৷ পরের ওভারে বল করতে এসে সেই আব্বাসই আউট করেন মিচেল মার্শকে৷

দলগত ৮৭ রানের মাথায় তিনটি উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া ইনিংসকে নির্ভরতা দেন খোয়াজা-হেড৷ দিনের বাকি সময়টুকু অবিচ্ছেদ্য থেকে দু’জনে যোগ করেন ৪৯ রান৷ আপারতত চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে৷ খোয়াজা হাফসেঞ্চুরি (৫০) করে অপরাজিত রয়েছেন৷ ৩৪ রানে ব্যাট করছেন হেড৷ জয়ের জন্য শেষ দিনে বাকি সাত উইকেটে আরও ৩২৬ রান তুলতে হবে আস্ট্রেলিয়াকে৷ উদ্ভূত পরিস্থিতিতে কাজটা কঠিন সন্দেহ নেই৷

Bootstrap Image Preview