Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পোপ ফ্রান্সিসকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ কিমের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১০:৫১ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১০:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে পিয়ংইয়ং সফরে আসতে আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন। কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে তাঁকে এই আমন্ত্রণ জানানো হয়।

জানা গেছে, কিম জং উনের হয়ে পোপ ফ্রান্সিসের কাছে সেই আমন্ত্রণ বার্তা নিয়ে যাবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাবেন মুন। ওই সফরে পোপের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

পোপ ফ্রান্সিস কখনোই উত্তর কোরিয়া সফর করেননি। এর আগে ২০১৪ সালে তিনি দক্ষিণ কোরিয়া সফর করেন। দেশটিতে তিনি পৌঁছানোর এক ঘণ্টা আগে শর্ট-রেঞ্জের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

তখন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুই দেশই একে অপরকে সামরিকভাবে মোকাবেলা করার হুমকি দিচ্ছিল। এমন সময় পোপ দুই কোরিয়াকে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, বড় ধরনের যুদ্ধ মানবতার একটি বড় অংশকে ধ্বংস করে ফেলতে পারে। তাই মধ্যস্থতার মাধ্যমে সঙ্কটটির একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের আগে পোপ এটি কোরিয়া উপদ্বীপ এবং সারাবিশ্বের জন্য শান্তি বয়ে আনবে বলে প্রার্থনা করেন।

Bootstrap Image Preview