Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিরাপত্তার অজুহাত দেখানো হেলস এবার খেলবেন বিপিএল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৩:০৮ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


২০১৬ সালে বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় ইংল্যান্ড দল থেকে নিজের নাম প্রত্যাহার করা অ‍্যালেক্স হেলস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার জন্য রংপুরের রাইডার্সের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

২০১৬ সালে গুলশানে হলি আর্টিজন জঙ্গি হামলা পর নিরাপত্তা ঝুঁকিতে ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এরপর  ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছিল। কিন্তু বোর্ডের সম্মতি সত্বেও বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন অ‍্যালেক্স হেলস। তার দেখাদেখি মরর্গান ও নাম  প্রত্যাহার করেছিলেন।

এদিকে ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের যষ্ঠ আসরে রংপুরের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া রংপুরে চুক্তি হয়েছে ক্রিস গেইলের সঙ্গে। এছাড়া তারা মারকুটে ব্রাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। তবে জানুয়ারিতে বিগব্যাশেন নতুন আসর শুরু হওয়ার সে কাজটি সহজ হবে না বলে মনে করা হচ্ছে।

বিপিএল ষষ্ঠ আসরে রংপুর দলের আইকন ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজা। এছাড়া রয়েছেন নাজমুল ইসলাম এবং মোহাম্মদ মিঠুনকে রেখে দিয়েছে।

Bootstrap Image Preview