Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাহির ঘূর্ণিতে টি-টোয়েন্টিতে লন্ডভন্ড জিম্বাবুয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০১:৩৫ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০১:৩৫ PM

bdmorning Image Preview


ওয়ান ডে সিরিজের ধারাবাহিকতা বজায় রেখে টি২০ সিরিজের প্রথম ম্যাচেও জয় দক্ষিণ আফ্রিকার। দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩৪ রানে জয় তুলে নিল তারা। প্রোটিয়াদের ১৬০ রানের জবাবে ১২৬ রানেই  শেষ জিম্বাবুয়ের ইনিংস। ২৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক তারকা লেগস্পিনার ইমরান তাহির। অভিষেকে নজর কাড়লেন প্রোটিয়া ব্যাটসম্যান ভ্যান ডার ডাসেন।

বাফেলো পার্কে মঙ্গলবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অভিষেকেই এদিন অর্ধশতরান করেন ভ্যান ডার ডাসেন। তাঁর ৪৪ বলে ৫৬, মিলারের ৩৪ বলে ৩৯ এবং অধিনায়ক ডু প্লেসির ২০ বলে ৩৪ প্রোটিয়াদের দেড়শোর গন্ডি পেরোতে সাহায্য করে।

১৬১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তাহির ঝড়ে বেসামাল হয়ে পড়ে জিম্বাবুয়ে। ৫ উইকেট নিয়ে বিপক্ষের টপ অর্ডার একাই ধসিয়ে দেন প্রোটিয়া লেগস্পিনার। একসময় ৭০ রানের মধ্যেই ৭ উইকেট খুঁইয়ে বসে জিম্বাবুয়ে। সেখান থেকে অষ্টম উইকেটে মুর এবং মাভুতা’র ৫৩ রানের পার্টনারশিপ কিছুটা ম্যাচে ফিরিয়ে আনে জিম্বাবুয়েকে।

কিন্তু শেষরক্ষা হয়নি। ১২৩ রানে অষ্টম উইকেটের পতন হতেই ১২৬ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ে। অর্থাৎ তাঁদের শেষ তিন উইকেটের পতন হয় তিন রানের ব্যবধানে। এই জয়ের ফলে তিন ম্যাচের টি২০ সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এর আগে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল তারা।

Bootstrap Image Preview