Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে বহিস্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১১:২৭ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১১:২৭ AM

bdmorning Image Preview


ইসলামাবাদে বাংলাদেশ সরকারের নিযুক্ত  পাকিস্তানের হাই কমিশনার তারেক আহসানকে বরখাস্ত করেছেন ইমরান খান। তার  নির্দেশ মোতাবেক তাকে বহিষ্কার করে তার পরিবর্তে নিয়োগ দেওয়া হয়েছে সাকলাইন সায়েদাকে। আগের হাই কমিশনার রফিকুজ্জামান সিদ্দিকীয় অবসরে যাওয়ার পর তারেক আহসানকে নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। 

জানা যায়, সাকলাইন সায়েদা দীর্ঘদিন যাবত পাকিস্তানের পররাষ্ট্র বিভাগের পিবিএস-২০ এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। কেন তাকে নিয়োগ দেয়া হচ্ছে না তা নিয়ে কোনো কারণও দেখাতে পারেনি ঢাকা। এরই জের ধরে পাকিস্তানে নিযুক্ত হাই কমিশনারকে বরখাস্ত করল ইসলামাবাদ।

দেশটির সংবাদ মাধ্যামের খবরে  জানা যায়, বাংলাদেশের কাছে নতুন হাই কমিশনার হিসেবে সাকলাইন সায়েদার মনোনয়ন সংক্রান্ত বিষয়াদি বছরের শুরুর দিকেই পাঠিয়ে দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বারংবার ঢাকার কাছে ‘নোট ভারবালস’ পাঠানো সত্ত্বেও ঢাকা এ বিষয়ে কোনো সাড়া দেয় নি। এমন কি এ বিষয়টি বিলম্বের কোনো যথোপযুক্ত কারণও জানায়নি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক হাই কমিশনার রফিউজামান সিদ্দিকী বলেন, ‘এ বিষয়ে সম্মতি জানাতে বড়জোর এক মাস সময় লাগে।’

সাবেক এ হাই কমিশনার আরও বলছেন, ‘এক্ষেত্রে ঢাকা যে বিলম্ব করছে তার অর্থ হলো বাংলাদেশ সরকার সাকলাইন সায়েদাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। এর প্রধান কারণ অবশ্যই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো ধরণের পদক্ষেপ গ্রহণ করতে পারে না।’ সেসময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পুরোপুরি পাকিস্তান বিরোধী আখ্যা দিয়ে বলেন শেখ হাসিনা চলেন নয়া দিল্লির কথা মতো।

এ বিষয়ে রফিউজামান সিদ্দিকী আরও উল্লেখ করেন, ‘এই নিয়োগ নিয়ে অধিক সময় লাগতে পারে। তবে দুটি দেশের মধ্যে এই রকম দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য এই বিলম্ব কোনো সময়ই ভালো কিছু বয়ে আনবে না।’

অবশেষে পাকিস্তানের পাল্টা পদক্ষেপ হিসেবে বরখাস্ত হলেন তারেক আহসান। এদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের বৈদেশিক ও বাণিজ্য যোগাযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিছু নাগরিক। সামজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার কূটনৈতিক দিক নিয়েও আলোচনা চলছে।

ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভারতের প্রভাবের অবসান করে যাচ্ছেন ইমরান খান, এমনটাই মন্তব্য করছেন অনেকে। তবে এই ঘটনার পর বাংলাদেশ কি পদক্ষেপ নিবে সেটাই দেখার বিষয়। ধারণা করা হচ্ছে এই ঘটনায় যদি কুটনৈতিক সম্পর্ক খারাপ হয় তাহলে সেটা রাজনৈতিক এবং বাণিজ্যে প্রভাব রাখবে।

Bootstrap Image Preview