Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবের বিকল্প ভাবছে ঢাকা ডায়নামাইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১১:১৬ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১১:১৬ AM

bdmorning Image Preview


সাকিব আল হাসানের ইনজুরি এখন দেশের ক্রিকেটের প্রধান খবর। জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক কবে মাঠে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই। জানুয়ারিতে বিপিএল। ঘরোয়া টি-টোয়েন্টির এই আসর দিয়েই মাঠে ফিরতে চেয়েছিলেন সাকিব। কিন্তু সবশেষ খবর, তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে সাকিবের পুরোপুরি সেরে উঠতে।

তিন বিদেশীর সঙ্গে সাকিবের নাম দিয়েই বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস বিসিবিতে জমা দেয় রিটেনশন ক্রিকেটারদের তালিকা। তবে সাকিবকে পাওয়া যাবে কিনা এ নিয়ে শংকা থাকায়। সাকিবের হাতের ইনজুরিতে যতদূর বোঝা যাচ্ছে অন্তত ৩ মাসের আগে তিনি মাঠে ফিরতে পারছেন না। এমনকি পুরোপুরি মাঠে ফিরতে লেগে যেতে পারে ৬ মাস বা তার বেশি।

অন্যদিকে বিপিএল ষষ্ঠ আসর শুরু হতে হাতে সময় আছে তিন মাসেরও কম। তাই সাকিবের বিকল্প ভাবনায় ডায়নামাইটস কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তি না করা মুশফিকুর রহিমকে নিতে চায় তারা। কথাবার্তা এগিয়েছে, বাকি শুধু আনুষ্ঠানিকতা।

বরাবরই তারকা সমৃদ্ধ দল গঠন করে ঢাকা।ধারাবাহিকতা থাকছে এবারো। আইকন ক্রিকেটারদের তালিকায় সাকিব আল হাসান ছাড়া রয়েছেন সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড। এছাড়া দু'বছর পর ডায়নামাইটসে ফিরছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ইংলিশ ওপেনার জেসন রয়ের আসাটাও নিশ্চিত।

ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের আসর থেকে অর্জিত রাজস্ব ভাগাভাগির কথা উঠেছিলো। যদিও এখন পর্যন্ত তা সীমাবদ্ধ আছে আলোচনার টেবিল পর্যন্তই।

Bootstrap Image Preview