Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১০:৫১ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১০:৫৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের উত্তরপ্রদেশে নিউ ফারাক্কা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজনের নিহত হয়েছে।

বুধবার সকালে উত্তরপ্রদেশের হারচাঁদপুর স্টেশন থেকে ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ জানা যায়নি। ইতিমধ্যেই লখনউ ও বারাণসী থেকে এনডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

মঙ্গলবার রাতে মালদহ থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয় এক্সপ্রেস ট্রেনটি৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

জেলাশাসক, এসপি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং এনডিআরএফ-কে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ট্রেনটি পশ্চিমবঙ্গের মালদা থেকে রাজধানী নয়াদিল্লিতে যাচ্ছিল। বেশ কয়েকজন যাত্রী বগিগুলোতে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্ণৌ ও বারানসি থেকে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করছে।

 

Bootstrap Image Preview