Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬০ রানে ১০ উইকেট হারালো অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১০:০৫ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১০:০৫ AM

bdmorning Image Preview


উপমহাদেশে স্পিনের ছোবলে কুপকাত অস্ট্রেলিয়া! প্রথম টেস্টে তৃতীয় দিনের শেষে চালকের আসেন পাকিস্তান৷ অভিষেকে দুরন্ত বোলিং পাক স্পিনারের৷ শেষ ৬০ রানে ১০টি উইকেট হারাল অস্ট্রেলিয়া৷

প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৮০ রানের জবাবে মাত্র ২০২ রানে শেষ হয়ে যায় অজি ইনিংস৷ দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও উসমান খোয়াজার ১৪২ রানের পার্টনারশিপ গড়ার পরেও অজি ইনিংসে ধস নামে৷আর মাত্র ৬০ রান যোগ করে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া৷ পাক জার্সিতে স্বপ্নের টেস্ট অভিষেক বিলাল আসিফের৷ অভিষেক মাত্র ৩৬ রান খরচ করে পাক অফ-স্পিনার তুলে নেন ৬টি উইকেট৷

অস্ট্রেলিয়াকে ফলো-অনের সুযোগ থাকলেও সে পথে হাঁটেনি পাকিস্তান৷ টার্নিং পিচে চতুর্থ ইনিংসে ব্যাটিং করার সাহস দেখাননি পাক অধিনায়ক সরফরাজ আহমেদ৷ দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুটা ভালো হয়নি পাকিস্তানের৷ ৪৫ রানেই তিন উইকেট হারিয়েছে পাকিস্তান৷ দিনের শেষে ৩২৫ রানে এগিয়ে সরফরাজ অ্যান্ড কোং৷

প্রথম ইনিংসে জোড়া শতরানে স্কোর বোর্ডে বড় রান তুলেছিল পাকিস্তান৷ সেঞ্চুরি এসেছিল মহম্মদ হাফিজ (১২৬) এবং হরিস সোয়েলের (১১০) ব্যাট থেকে৷ ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আসাদ সাফিক৷ দ্বিতীয় ইনিংসে অবশ্য রান পাননি হাফিজ৷ ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নে ফিরেছেন অভিজ্ঞ পাক ওপেনার৷

অজি ইনিংসে দুই ওপেনার ছাড়া কেউ দাঁড়াতে পারেননি৷ খোয়াজা ৮৫ এবং ফিঞ্চ ৬২ রান করে৷ বাকিরা কেউ ১৫ রানের গণ্ডি টপকায়নি৷ মাত্র চার অজি ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছেছেন৷ ৩৩ বছর বয়সে টেস্ট অভিষেকে দারুণ সফল পাক অফ-স্পিনার আসিফ৷ মাত্র ৩৬ রান দিয়ে ছ’টি উইকেট তুলে নেন তিনি৷

Bootstrap Image Preview