Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেনেজুলোর কারাগারে আইনপ্রণেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৫:০৮ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৫:০৮ PM

bdmorning Image Preview


ভেনেজুয়েলার বিরোধীদলীয় আইনপ্রণেতা ফের্নান্দো আলবান মারা গেছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যাচেষ্টার পরিকল্পনায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

কারাগারে বন্দি অবস্থায় সোমবার মৃত্যু হয় তার। দেশটির সরকারের পক্ষে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন তিনি। যদিও, বিরোধীদলের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ভেনেজুয়েলা কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার আলবানকে কারাগারে পাঠানো হয়। সোমবার তিনি স্টেট ইন্টেলিজেন্স এজেন্সি হেডকোয়ার্টার্স-এসইবিআইএন’র ১০তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রেভেরল এই টুইট-বার্তায় জানান, আলবানকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি এসইবিআইএন’র ওয়েটিংরুমে বসেছিলেন। সেসময় তিনি জানালা দিয়ে বাইরে ঝাঁপ দিয়ে ভবন থেকে নিচে পড়ে যান। আবার, ভেনেজুয়েলার চিফ প্রসিকিউটর তারেক উইলিয়াম সাব এক টিভি চ্যানেলে জানান, আলবান বাথরুমে যেতে চেয়েছিলেন এবং সেখানকার জানালা দিয়ে নিচে লাফ দেন তিনি।

অন্যদিকে, এক বিবৃতিতে বিরোধীদলের পক্ষ থেকে জানানো হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় ও বিচারের তৃষ্ণা নিয়ে ভেনেজুয়েলাবাসীকে জানাতে চাই…কাউন্সিলম্যান ফার্নান্দো আলবান প্রেসিডেন্ট মাদুরোর প্রশাসনের হাতে খুন হয়েছেন।’

বিরোধীদলের সমন্বয়কারী জুলিও বোরগেজ বলেন, আলবানের প্রাণহীন দেহ এসইবিআইএন হেড কোয়ার্টার থেকে নিচে ছুঁড়ে ফেলা হয়। আলবান একজন গোঁড়া ক্যাথলিক খ্রিস্টান ছিলেন তাই তার পক্ষে আত্মহত্যা করা কোনভাবেই সম্ভব নয়।

Bootstrap Image Preview