Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার পেলেন দুই মার্কিন গবেষক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:১২ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চলতি বছর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার পেয়েছেন দুই মার্কিন গবেষক। জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে ম্যাক্রোইকোনোমিক্সের সাথে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেলেন তারা।

আজ ৮ অক্টোবর ইয়েল বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডি. নরডাস ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পল এম. রোমারের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার (১.০১ মিলিয়ন মার্কিন ডলার) পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন তারা।

মূলত আলফ্রেড বার্নার্ড নোবেলের উইল অনুযায়ী অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু ১৯৬৯ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (রিক্সব্যাঙ্ক) নোবেলের স্মৃতির উদ্দেশে এই পুরস্কারটি চালু করে। পুরস্কারটির আনুষ্ঠানিক নাম The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel (আলফ্রেড নোবেল স্মরণে অর্থনীতিতে এসবেরিয়াস রিকসব্যাংক পুরস্কার)। ইংরেজিতে এটিকে সাধারণত Nobel Memorial Prize in Economic Sciences (অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার) বলা হয়।

এ পুরস্কারের অর্থও যোগান দেয় সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক। যদিও পরবর্তী সময়ে এ পুরস্কারটি অর্থনীতিতে নোবেল হিসেবে পরিচিতি পেয়েছে।

Bootstrap Image Preview