Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক নিখোঁজ, সৌদি দূতাবাস তল্লাশির অনুমতি চায় তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৭:৪৫ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৭:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি সাংবাদিক কাশোগিকে খোঁজ করতে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে তল্লাশি করার অনুমতি চেয়েছে তুরস্ক।

এর আগে সাংবাদিক কাশোগি নিখোঁজ হওয়ার বিষয়ে তুরস্কে সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কের কূটনৈতিক সূত্র জানায়, রবিবার তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনাল আঙ্কারায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছেন।

রাষ্ট্রদূতকে তুর্কি উপমন্ত্রী বলেন, ‘আমরা কাশোগির নিখোঁজ রহস্য উন্মোচনে সৌদি আরবের পূর্ণ সহযোগিতা চাই।’

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশে পর বৃহস্পতিবার নিখোঁজ হন স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল কাশোগি। মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন তিনি। কলামে সৌদি আরবের রাজ পরিবারের সমালোচনা করতেন কাশোগি।

শনিবার তুরস্ক জানায়, কনস্যুলেটের ভেতরে ঢোকার পর জামাল কাশোগিকে খুন করা হতে পারে। তবে এ অভিযোগ অমূলক বলে দাবি করেছে সৌদি আরব।

সৌদি রাজতন্ত্রের ঘোর বিরোধী খাসোগি ২০১৭ সাল থেকে আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন।সরকার বিরোধীদের বিরুদ্ধে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করার পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

গত মঙ্গলবার জরুরি কাজে তিনি ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশ করেন। বিবাহ-বিচ্ছেদের সার্টিফিকেট নিতে সেখানে গিয়েছিলেন তিনি। তার পর থেকেই জামাল খাসোগি নিখোঁজ হন। ছয়দিন পর তুরস্ক পুলিশ বলছে, তাকে হয়তো কনস্যুলেটের ভেতরেই খুন করা হয়েছে।

Bootstrap Image Preview