Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৫:২১ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৫:২১ PM

bdmorning Image Preview


সরকারি চাকরিতে পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা বরাদ্দের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীরা। 

আজ সোমবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সমানে তারা এ কর্মসূচি পালন করেন। এতে রাস্তার উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা অন্য শিক্ষার্থীদের মতো সুযোগ-সুবিধা পাই না। পড়ালেখায় বা পরীক্ষায় অন্য শিক্ষার্থীদের মতো স্বাভাবিকভাবে অংশ নিতে পারি না। আমাদের অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে হয়। স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তাই আমাদের জন্য কোটা বহাল রাখতে হবে।

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধীরাও দেশের একটি অংশ। এক অংশ বাদ রেখে কোনো দেশের উন্নতি সম্ভব হয়নি। প্রতিবন্ধীদের যদি কর্মসংস্থানের সুযোগ করে না দেওয়া হয়, তাহলে দেশের উন্নতি ব্যাহত হবে। কারণ, প্রতিবন্ধীদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। আর প্রতিবন্ধীদের কর্মসংস্থান বা তাদের মানবসম্পদে পরিণত করতে কোটার বিকল্প নেই। 

প্রসঙ্গত, গত শনিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরদিন (৭ অক্টোবর) ঢাকা-রাজশাহী মহাসড়ক অবেরাধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

 

Bootstrap Image Preview