Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক যুগ পর জম্মু-কাশ্মীরে নির্বাচন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৩৪ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দীর্ঘ ১৩ বছর পর আজ সোমবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে পৌরসভা নির্বাচন। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে চার দফায় জম্মু-কাশ্মীরে পৌরসভা নির্বাচন। এ দিন প্রথম দফায় ভোট চলছে। বাকি তিন দফা হবে ১০, ১৩ এবং ১৬ অক্টোবর।

কাশ্মীর ডিভিশনে ১৫০ ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ১৩৮টি অতি স্পর্শকাতর এবং জম্মু ডিভিশনের জন্য ৬৭০ ভোট কেন্দ্র রয়েছে যার মধ্যে ৫২টি অতি স্পর্শকাতর। জম্মু-কাশ্মীর মিলিয়ে মোট ১১৪৫টি ওয়ার্ডে ভোট শুরু হয়েছে। প্রথম দফায় নির্বাচন ৩২১টি ওয়ার্ডে। যার মধ্যে ৭৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

তবে এ নির্বাচন বয়কট করেছে রাজ্যের দুই প্রধান দল-ন্যাশনাল কনফারেন্স ও মেহবুবা মুফতির পিপল’স ডেমোক্রেটিক পার্টি। খবর এনডিটিভির।

প্রথম দফায় আজ রাজ্যের ১১০০ পৌর ওয়ার্ডের মধ্যে ৪২২টি ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন কেন্দ্র করে গোটা উপত্যকাকে মুড়ে দেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়।

এ নির্বাচনে রয়েছে লাদাখ, জম্মু ও পিরঞ্জল কেন্দ্র থেকে ২৬ আসন ও ১৪৯ আসন কাশ্মীর থেকে। মোট প্রার্থীর সংখ্যা দুই হাজার ৯৯০ জন। চার দফায় হবে এ নির্বাচন, যা চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।

তবে ইতিমধ্যে কাশ্মীরের ২৪০ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায়ই জিতে গেছেন। বিজেপি জানিয়েছে, কাশ্মীরের সাত পৌরসভা কমিটির ক্ষমতায় এসেছে তারা। তাদের ৭৫ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন।

Bootstrap Image Preview