Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৭ বছর ধরে চলা অভিযান ব্যর্থ: স্বীকার করল যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১০:১৩ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১০:১৩ PM

bdmorning Image Preview


১৭ বছর আগে আফগনিস্তানে মার্কিন বাহিনী যে অভিযান চালিয়েছে তা ব্যর্থ হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক নাগরিক। বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপের রিপোর্টে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

শতকরা ৪৯ ভাগ মনে করে, মার্কিন সেনারা বেশিরভাগ ক্ষেত্রে অভিযানের লক্ষ্য-উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়েছে। তবে শতকরা ৩৫ ভাগ মানুষকে আশাবাদী দেখা গেছে এবং তারা মনে করে অভিযান সফল হবে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানের ওপর ২০১৪ ও ২০১৫ সালে একই ধরনের জরিপ চালানো হয়েছিল এবং সে জরিপের ফলাফলও এরকম ছিল।

কিন্তু ২০০৯ ও ২০১১ সালে পরিচালিত জরিপে ভিন্ন মতামত পাওয়া গিয়েছিল। তখনকার জরিপে সফলতার পক্ষেই বেশি মানুষ মত দিয়েছিল।

Bootstrap Image Preview