Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৮:০১ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৮:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।মধ্যাঞ্চলে দেশটির প্রধান একটি মহাসড়কের দখল নিয়ে লড়াই চলার মধ্যেই ওয়ার্দাক প্রদেশে এসব পুলিশ সদস্য নিহত হন বলে রোববার জানিয়েছেন তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, দেশটির কয়েকটি মহাসড়ক দখলের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটলো। আফগানিস্তানের রাজধানী কাবুল ও গজনিতে তালেবান জঙ্গিরা ওই মহাসড়কগুলোর সেতু উড়িয়ে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এছাড়াও দেশটির ওয়ার্দাক, লগার, গজনি এবং পাকতিয়া প্রদেশে তালেবান জঙ্গি এবং পুলিশের মধ্যে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে।

ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতে ওয়ার্দাকের সায়িদ আবাদ জেলায় একটি সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয় তালেবান, তারপর নয় পুলিশ সদস্যসহ জেলা পুলিশ প্রধানকে হত্যা করে।

ওয়ার্দাকের গভর্নর দপ্তরের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল জানিয়েছেন, ১০ পুলিশকে হত্যার পর কয়েকটি বেসামরিক বাড়িতে হামলা চালায় তালেবান, তারা নতুন করে তৈরি করা তল্লাশিচৌকিগুলো ধ্বংস করে দেয় এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়।

সায়িদ আবাদ শহরে বিদ্রোহীদের প্রবেশ রুখতে সরকারি বাহিনী পাল্টা হামলা চালায় বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আফগানিস্তানের আসন্ন জাতীয় নির্বাচন প্রতিহত করতে দেশটির বিভিন্ন প্রদেশে নিয়মিত হামলা চালাচ্ছে তালেবান জঙ্গিগোষ্ঠী। ওয়ার্দাক ও গজনি হলো দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ। তাই এ প্রদশেগুলোতে হামলা চালিয়ে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে তারা।

Bootstrap Image Preview