Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রেনের নিচে ‍ঝাঁপ দিয়ে বিচারপতির আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:০৯ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের অন্ধ্র প্রদেশের এক অবসরপ্রাপ্ত জেলা বিচারক ও তার স্ত্রী চলন্ত থেকে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তার স্ত্রী ঘটনাস্থলে এসে অন্য একটি ট্রেনের নিচে ঝাঁপ দেন। পুলিশ শুক্রবার মৃতদেহ দুইটি উদ্ধার করে বলে জানায় এনডিটিভি।

পুলিশ জানায়, তিরুপাটি-রেনিগুন্তা রেললাইনে অবসরপ্রাপ্ত বিচারপতি পি সুধাকরের (৬৫) মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

তিরুপাতি অঞ্চলের বাসিন্দা ৬৫ বছর বয়সী সাবেক বিচারক পি সুধাকরকে রেল লাইনের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শারীরিক অসুস্থতার জন্যই আত্মহত্যার মতো এমন কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

স্বামীর এমন মৃত্যুর খবর শুনে বিচারকের স্ত্রী পি ভারালক্ষ্মীও(৫৬) আরেকটি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মারা যান।তিনি ঘটনাস্থলে এসে অন্য একটি ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে জানায় পুলিশ।

Bootstrap Image Preview